শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

স্বপ্নময় এই রাত্রি

এক একদিন নেমে আসে সন্নাস আধাঁর এক
বেটোফোনের সুর বাজে রক্তের তরঙ্গে তরঙ্গে
গুমরে গুমরে কেঁদে ওঠে শোকাশ্রিত চোখ
অতল দীর্ঘশ্বাসের রাত্রি যেনো শেষ হতে চায়না।

আমি আলুথালু যুবকের মতো হাটি রাজপথে
রোদ্রে খরতাপে পুড়ে যায় বাদামি শরীর
স্বপ্নগুলো থেতলে যায় কালো আলকাতরায় মিশে
তারপরও উদ্গ্রীব হই রক্তজবার প্রস্ফুটনের জন্য।

আমি তখন আশা নিরাশায় জেগে উঠি
জীবনানন্দের মায়াময় নারীর শ্লেষে
সব বিদ্দ্বেশ ত্যাগ করে তোমাকেই খুঁজি
স্বপ্নময় এই রাত্রির আকাশে বাতাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন