শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

যখন তুমি থাকবেনা

এই প্রেম তোমার, এই নির্জনতাও তোমার
সমস্ত স্মৃতিতে বিস্মৃতির ধূলো জমবে একদিন
যখন তুমি থাকবেনা।

শোক বিহবল কক্ষের অসীম নিরবতায়
মন ছুটে চলবে দিগন্তে, যেখানে ওড়ে একাকী চিল
তার ডানা মেলার কোনো শব্দ নেই
মেঘ আকাশ জলরাশি নক্ষত্র মন্ডলী
প্রত্যেকেই আর্তনাদ করবে তোমার অনুপস্থিতিতে।

পার্কের পাশে পাইন গাছ ছিলো
ছাতিম গাছের তলায় নির্জনতাও ছিলো
লেকের জল স্থির হয়ে ছিলো
দুইজনের নিঃশ্বাস মাতাল করতে পারতো হাওয়া।

অবসর আর কর্মহীন প্রহরে তোমার ছায়া পড়বেনা
পাখি কলরব করবে মোয়াজ্জিনের আযান হবে
মন্দিরে শঙ্খধবনি বাজবে, গীর্জায় নিনাদ হবে
এই আকাশ এই নক্ষত্র সবই থাকবে যেখানে আছে
শুধু তুমি থাকবেনা।

তখন মাতাল হবেনা কোনো বাতাস
তখন মেঘে মেঘে ছেয়ে থাকবেনা কোনো আকাশ।

K.T
18/9/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন