সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

রক্তাক্ত দোলনচাঁপা

 সেই সব কুমারী মেয়েরা করে যায় ভুল,
তারা জানেনা তাদের বিষয় সম্পদ কতো দামি
কেউই জানেনা হীরক খন্ড কি
তারা জানে কেবল সমুদ্র বেসাতি,
তারা জানে ঝিনুক থেকে কিভাবে মুক্তা হয়
তারাতো সমুদ্র কন্যাও।

দু’চোখ নাশপাতি তার, ঠোট-দু’টিতে কমলার রং মাখা
বুকে তাদের মহূয়ার গন্ধ
পাশ ফিরে শুয়ে থাকে তপ্ত আগুন হয়ে বালুর উপরে
দারুচিনিও ভস্ম হয়, দেহটি কোথায় পড়ে থাকে
কোনো ভাবে জানলো না তো কেউ
খুঁজেছিল তারা সমুদ্রপারে কুমারীদের আত্মার ভিতরে,
শুক্তির ভিতরকার নরম ঝিনুক নিয়ে গাইতো যারা গান।

দোলনচাঁপার মাঠে তাকে তারা খুঁজেছে অনেক
যেখানে আগের রাত থেকে পড়েছিল অন্তর্বাসের ছেঁড়া ফিতা, একখানি চপ্পল আর চাপচাপ কিছু রক্ত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন