সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

রূপকথার রাজপুত্র

সোনা মেয়ে, কেনো তুমি রাগ করো অসময়ে
কেনো তুমি সঁপে দিতে চাও পাংশু দেহ
চোখে কাজল নেই,
মুছে ফেলেছো তা বহু রাত জেগে --
কোন্ দুঃখে তুমি বিপথে যেতে চাও?
মনি রত্নম আর রাজকন্যার রূপের হাসি
কবে ডুবে গেছে মেঘলোকের অন্ধকারে
এখন আলোহীন নিভু নিভু নক্ষত্র তুমি।

তোমার কালো চোখ তাকিয়ে থাকে কৃষ্ণলোকে
খোঁজো সেখানে জ্যোতির্ময় কাউকে
আমি নেই সেখানে, আমি কারোরই নই, তোমারও --
আমি রূপকথার এক রাজপুত্র দূরালোকের।

K.T
26/8/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন