শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সবার উপরে মানুষ সত্য

অং সান সুচি 'র সেনাবাহিনীর নির্যাতনে সেদেশের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলিম ও হিন্দুরা আমাদের দেশে এসে অাশ্রয় নিচ্ছে। কোনো দেশের শাসক গোষ্ঠী কর্তৃক কোনো জাতি নির্যাতিত হলে তারা নিকটস্থ অন্য কোনো দেশে এসে অাশ্রয় নেবে, এইটাই স্বাভাবিক। আমাদের প্রধানমন্ত্রী সেই মানবিক দিক বিবেচনা করেই তাদেরকে আশ্রয় দিয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই।

এইসব রোহিঙ্গাদের মধ্যে মুসলীম আছে
হিন্দু আছে, অগ্নি উপাসক আছে
শিশু আছে, নারী আছে, বৃদ্ধ আছে
যুবক আছে, যুবতী আছে
প্রেমিক আছে, প্রেমিকা আছে
ইমাম আছে, পুরোহিত আছে, শিক্ষক আছে
ফকির আছে, সন্ন্যাসী আছে, গায়েন আছে
চোর আছে, বদমাশ আছে, ছ্যাচ্চোর আছে
বেশ্যা আছে, বারবনিতা আছে
আস্তিক আছে, নাস্তিক আছে, জঙ্গি আছে।

তারা যে যাই হোক, তারা সবাই মানুষ। তাদের বিপদের দিনে আমরা এই মানুষগুলিকেই আমাদের দেশে আশ্রয় দিয়েছি। সবার উপর মানুষ সত্য, শুধু এই বিশ্বাসে।

আমার প্রশ্ন : তসলিমা নাসরীন যতো খারাপ মেয়েই হোক, তার এ দেশে ফিরে আসতে বাঁধা কোথায়? সে যদি অন্যায় করে থাকে, তাকে ধরে প্রচলিত আইনে বিচার করেন। দোষী সাব্যস্ত হলে  মৃত্যুদণ্ড দেন।  মেয়েটাকে এইভাবে দেশছাড়া করে রেখেছেন কেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন