সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ক্লেদজ কুসুম

আমার এই জীবনে তুমি একমাত্র রমণী
তুমিই একমাত্র সহচরী কিংবা রাজ রাজেশ্বরী
যে তুমি ঠাঁয় দাড়িয়ে আছো আমার পাশে,
ময়ুরের পেখম মেলে কথা বলি তোমার সাথে প্রাগৈতিহাসিক ভাষায় --
যেনো রাত্রিও সচকিত হয়ে ওঠে।

তুমি কখনো হতে পারোনি সম্পূর্ণ রমণী
কোনো বসন্ত শেষ করতে পারোনি
হয়ে থাকলে ক্লেদজ কুসুম --
কতো রাত শাড়ির আঁচল ছিঁড়ে রুমাল বানিয়েছি
কতো রাত দাবা খেলায় রানী হেরে গেছে
ধাবমান অশ্ব ক্ষুরে, সৈনিকের তলোয়ারের খোঁচায়।

জীবন ফতুর হয়ে গেলো
সব আয়ুস্কাল ভাঙ্গা প্রদীপের নীচে নিভে গেলো
এ এক দুঃসহ ক্লেদ আমার --
একটি রাজ্যও এখনো জয় করতে পারিনি।

K.T
29/8/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন