সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

কতো স্বপ্ন

কতো স্বপ্ন পড়ে আছে, জীবনের কতো জীর্ণ স্মৃতির স্তুপ। কতো স্বপ্ন ভেঙ্গে গেছে প্রথম প্রহরেই। স্বপ্নের সব সিঁড়ি পথ কি অন্ধকার গলিমুখে হারিয়ে গেলো? সকল পাওয়ার সাধ অর্ধেক পৃথিবী দেখার মতো কি অপূর্ণ হয়ে থাকবে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় পুরোনো বাতাস থেকে। বহু কালের একটি পরিচিত কণ্ঠস্বর এখনো শুনতে পাই। ফিরে যেতে চাই সেই অতীত বিন্দুতে, যেথায় অসংখ্য স্বপ্ন নিয়ে কেউ একজন বসে ছিলো দু’হাত বাড়িয়ে। আমি আমার জীবনের সব হিবিজিবি লেখার পাতাগুলো সরিয়ে খুঁজি সেই প্রথম সাদা পাতা, যা রাখা আছে সযত্ন করে চন্দন কাঠের কোনো সিন্ধুকে। কতো স্বপ্ন লেগে আছে সেখানে, কতো স্বপ্ন ভেঙ্গে পড়ে আছে তারই কোঠরে। আমি নির্লিপ্ত দু'চোখ মেলে দেখছি তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন