সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

পাখি উড়ে গেছে

যে পাখি উড়ে গেছে, তার পিছু আর যেওনা। নতুন আকাশে মেঘের আড়ালে সে বাসা বেঁধেছে । স্মৃতি ও বিস্মৃতির মধ্যবর্তী ধূসরে এখন তুমি একা।

যে পাখি উড়ে গেছে, তাকে আর পিছু ডাক দিওনা। এখন সে উৎসবে ব্যস্ত । আলো ঝলমলে স্বপজাল তার চোখে মুখে। তাকে অনুসরণ কোরো না।

যে পাখি উড়ে গেছে, যতটা সম্ভব ছিন্ন পর্ব থেকে ভুলে যাও তাকে । বারবার তাকে ডেকো না। পুরাতন ডাক শুনলে সে চমকে উঠবে। বিরক্ত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন