সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ফিরে যেতে চাই

আমি যে চলে যেতে চাই সেই বেলায়
যে বেলায় ঘুরে বেড়েয়েছি ইছামতীর তীরে
যে বেলায় শ্রাবনের মেঘের বৃষ্টিতে ভিজতাম
যে বেলায় গোল্লাছুট খেলতাম স্কুল মাঠে
যে বেলায় বিকালের হাওয়া লাগাতাম গায়ে
যে বেলায় কোনো শ্যামল কালো মেয়ে
হাত ধরে নিয়ে যেতো সোনাল বনে
যে বেলায় আকাশে পূর্ণিমার চাঁদ দেখতাম
যে বেলায় কবিতা লিখতাম ছন্দ খুঁজে খুঁজে
যে মেয়ের মুখ দেখে খাঁ খাঁ রোদ্দুরে বের হতাম
ফিরে যেতে চাই সেইখানে তাহাদের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন