সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

রাতের পদাবলী

কবিতা লিখবো বলে রাত জেগে আছি
নিশাচর পাখিরা এলো
তারারা ছুটে এলো
বাতাস এলো
নৈঃশব্দ্যে গান শোনা গেলো
জ্যোৎস্নায় আকাশ ভাসলো
তোমার পদধ্বনি বাজলো
সকাল বেলা খাতা খুলে দেখি --

সেখানে কোনো পদ নেই
কোনো পদাবলী নেই
কোনো কবিতা নেই
সারা পাতা জুড়ে তোমারই নাম লেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন