শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

কেবা আপন কেবা পর

মেয়েটি বিদেশ থেকে এসেছে আজ কয়েকদিন ধরে। স্বামীর সাথে থাকে পশ্চিমের একটি দেশে। অনেকটা মাটির টানে আর প্রিয়জনের টানেই দেশে আসা তার। চলে যাবে কয়েক দিন পরই। ওর মা নেই। বাড়ি এসে মার কবরটাও যিয়ারত করে নিয়েছে। বাড়িতে সৎমা। তবে তার সাথে সম্পর্কের কোনো অবনতি নেই। ভালোই বলা যায়।

গতকাল সন্ধ্যায় মেয়েটি বেড়াতে গিয়েছিল ওর এক বান্ধবীর বাসায়। যাবার সময় মাকে বলে গিয়েছিলো - 'মা, আমি আমার বান্ধবীর বাসায় একটু বেড়াতে যাচ্ছি। ফিরতে দেরী হতে পারে। ওর ওখান থেকে আমি খেয়েও আসতে পারি, আবার না খেয়েও আসতে পারি।'

বান্ধবীর বাসায় গল্প করতে করতে এবং পথে আরো
দু'একটি কাজ সেরে বাড়ি ফিরতে রাত বারোটা বেজে যায়। তাছাড়া রাস্তার দূরত্ব ও জ্যামের কারণেও এই দেরি হওয়া। বান্ধবীর ওখানে সে শুধু চা নাস্তাই খেয়েছিল, ভাত খায় নাই । বাসায় এসে দেখে ওর জন্য কোনো ভাত রাখা হয় নাই। পেটে প্রচন্ড ক্ষিদে ছিলো। সেই ক্ষিদে অভূক্ত রেখেই তাকে রাতে ঘুমিয়ে যেতে হয়েছিল।

( মেয়েটি আমার বান্ধবী। ইনবক্সে পাঠানো ওর খুদে বার্তা থেকে। )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন