শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

একটি ঘাসফুল

মিলিসা, তুমি বিস্ময়কর! সূর্যমুখীর আনত ভঙ্গিতে
যখন বলতে -'আমি তোমাকে ভালোবাসি'
তখন পুলকে আমারও শরীর কেঁপে উঠতো,
লোমকূপের গোড়ায় জেগে উঠতো তোমার উর্বর দেহ
অনায়াসে উন্মোচন করতে পোশাকের যতো বাঁধা
মেরিলিন মনরে কখনোই বিস্ময়কর ছিলোনা
মখমলের রাত্রিবাস খুলতে জানতোনা সে কখনোই।

যুবতী বনিতা'রা জিভে রিং ফুটিয়ে
হূল্লোর করতো শপিং মলে, রাতের পানশালায়
তুমি কি তাদের মতোই,
নাকি স্বপ্ন দেখো অন্য পুরুষের?
তোমার সম্ভোগের শরীরে কি উত্তাল প্যাসিফিকের
ঢেউ জাগে? তুমি কি নীল জলে ভাসো ?
কিংবা জোড়া জোড়া যুবতীদের ঠোঁটের আশ্লেষে!

মিলিশা, তুমি হলুদ রুমাল দিয়ে মুছে ফেলতে
গোলাপি লিপস্টিক
শ্বেতশঙ্খের প্রদীপ শিখা জ্বলে উঠতো শয্যার চারপাশে
তুমিও কি মাকড়সা জালের মতো পড়তে রাত্রিবাস
ধুম্র বিষ, তরল বহ্নি, ভোদকার নেশায় চূর হতে--
সুইসাইড করতে চাইতে কেশে আর কোষে?

মিলিশা, তোমার কি ইচ্ছা হতো ঐসব আদরে
যোগ দিতে, সুরমা পড়ে চোখে
রাত্রির পুরুষের বুক আগুনে পোড়াতে
গাঢ় বাদামি রঙের রাত্রিবাসের নীচে ফুটতো যখন সুঘ্রাণের ঘাসফুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন