সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

সুগন্ধি লোবান

ক্রমেই দিনগুলি বিষন্ন হয়ে আসছে
যেমন বিষন্ন হলো আজকের বিকেলও
একগুচ্ছ রক্তিম ক্যামেলিয়াও
বিষন্ন হয়ে রইলো হাতের করতলে,
স্বপ্নগুলো তোমাকে খুঁজতে খুঁজতেই ভেঙ্গে গেলো
কষ্টগুলো তোমার বুকেই ঘুমিয়ে গেলো
নিভৃত ক্রন্দন ধ্বনিতে।

এ কোন্ মায়া পুড়ে ছারখার হয় নিষ্ঠুর ছায়াধূপে
সকল কর্মের পরিসমাপ্তি কি আসন্ন তবে --
যেথায় যে বাগান আছে তা আর থাকবে কি?
যেথায় যে ফুল ফুটবার কথা তা আর ফুটবে কি?

সাদা পান্জাবী টুপি পড়ে মৌলানা সাহেব আসবেন
আসবেন তার নবাগত শিষ্যরাও
সুর করে সুরা ফাতিহা পাঠ করবেন
কফিনের পাশে সুগন্ধি লোবান জ্বলবে,
তোমাকে দেখতে পারবে কি আর আমার চোখ?
শেষবারের মতো আর একবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন