সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ভালোবাসা কারে কয়

তুমি বঙ্গোপসাগরের লোনাজল,
নাকি পলিমাটি মিশানো যমুনার স্রোতধারা?
তোমার প্রেম শীত না বসন্ত, নাকি নাতিশীতোষ্ণ!
সবকিছুই দ্বিধায় ঢেকে রেখেছো।

নাকি ভালোবাসা এই রকমই --
যেমন তুমি আবক্ষ জলে নামলে শীৎকার করো
আবার ডাঙ্গায় তপ্ত রোদ্রে ছটফট করো
তোমাকে কাছে টানলেই সমস্ত মেঘ
জল হয়ে ভূবন ভাসে।

আবার তোমাকে দূরে সরিয়ে রাখলে
সমস্ত দীর্ঘশ্বাস ঝড় হয়ে যায় ঈ্ষাণ কোণে
তুমি আগুন হয়ে জ্বলে পোড়া মাটি করো
আবার জল হয়ে নদীও হয়ে যেতে পারো।

তোমাকে ভালোবাসতে কোনো দ্বিধা নেই
তুমিই শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়
তুমি শিখিয়েছো, ভালোবাসা কারে কয়!

K.T
27/8/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন