সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

লখিন্দরের মহাপ্রয়াণ

আমার জীবনের প্রথম সিনেমা দেখা ছিলো 'বেহুলা '। তখন এতো ছোট ছিলাম যে, লখিন্দরকে চিনতে পেরেছিলাম, কিন্ত রাজ্জাক নামের কাউকে চিনেছিলাম না। পরে এতোটুকু আশা, নীল আকাশের নীচে, ময়নামতি, মধুমিলন, জীবন থেকে নেয়া ছবিগুলো দেখতে দেখতে রাজ্জাককে চিনে ফেললাম। এরই মাঝে সে হয়ে গেছে নায়করাজ। হয়ে গেছে আমাদের স্বপ্ন সময়ের স্বপ্নের নায়ক। আমাদের সিনেমার রূপকথার রাজপুত্র। সে ছিলো এক বিস্ময়কর ব্যাপার! সে ছিলো আমাদের জীবন্ত কিংবদন্তী।

এই জীবন্তু কিংবদন্তীটি আজ চলে গেলেন না ফেরার দেশে। আমি কাঁদছি। Rest in Peace Mohanayok , Nayok Raaj Razzaque.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন