সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

অনু দুঃখ

যখন খুব একাকী থাকি তখন নিঃশব্দে জীবনের পিছনের পাতাগুলি উল্টাতে থাকি। সবকিছুই কেমন যেনো ধূসর সেখানে, ছিন্ন পাতার মতো ছিঁড়ে গেছে।  আবার অনেক পাতা অস্পস্ট এবং ঝাপসা হয়ে গেছে।  কোনো কিছুই দেখতে পাইনা, কোনো কিছুই  মিলাতে পারি না আগের মতো, জীবনের মানে মনে হয় অর্থহীন। ঠিক তখনি মনে পড়ে তোমার কথা, মুক্তি পাবার আসায় আবার তোমাকে খুঁজি। রাত জেগে চিঠি লিখি। পোষ্ট অফিসে যেয়ে সে চিঠি পোস্ট করে আসি কিন্তু উত্তর আসেনা । হঠাৎ ভ্রম ভাঙ্গে, ঐ ঠিকানায় তুমি আর এখন থাকোনা। অনেক কিছুতে এমনি করে ঘোর ভেঙ্গে যায়, মনে পড়ে যায় আজ তুমি আর আমার কেউ নও। সময় বয়ে যায় এমনি করেই, তারপর একা একাই ঘুমিয়ে পড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন