সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

একটি অপ্রেমের কবিতা

বসন্ত আসার আগেই ঝরা পাতা উড়িয়ে দিলাম --
মল্লিকার বনও পুড়ে বিরান হলো
এ কোন্ আগুনে?
এই শ্রাবণে বৃষ্টির জন্য তাই এতো হাহুতাস।

তোমাকে ভালোবাসি অসম্ভবের মতো অসংলগ্ন
ঈশ্বরের নাম আসেনা মুখে জপি তোমার নাম
সারারাত ধরে কবিতার শিরোনাম হও তুমিই --
এইসবই কি ভ্রান্ত তবে?

মাটির বিহনে ঘুম পারাতে চাই এ প্রেম, এ মাধুরী--
বুভুক্ষ পিঁপড়ার দল এসে পুরোয় তার উদোর
সব প্রেম অপ্রেম এসে জড়ো হয় তোমারই কাছে।
বাগানের ফুল ছিঁড়তে গিয়ে ছিঁড়ে ফেলি তোমার ফুল
সময়ে অসময়ে কিংবা মধ্যরাতে।

K.T
23/8/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন