মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

ক্লান্ত এক ঋষি

একদিন রাতে স্বপ্ন দেখেছিলাম
শুক্লপঙ্কের আধাখানা চা্ঁদ নেমে এসেছিলো
মনে হলো কোন্ সিংহ দুয়ার খুলে গেলো
কপিলা বস্তু নগরীর কারুকার্যের পথ ধরে
যেনো একা চলেছি মহামতি বুদ্ধের মতো।

আমিতো তোমাকে পাওয়ার জন্যেই ঘর ছেড়েছিলাম
সন্নাসী হয়ে পড়ে থাকলাম গুহায়
ধ্যানমগ্ন মুখ তুলে দেখতাম নীল আকাশ
উড়ন্ত মেঘ জল হয়ে ঝরে পড়তো
আমারও চোখ মুদে জলে ভরতো ঐ মেঘের মতো।

এই গুহায় এই বনান্তরে- উদ্যানের পাশে ছায়াতলে
ক্লান্ত ঋষির মতো শুয়ে আছি জড়া ক্লিষ্ঠতায়
তোমার হাতের স্পর্শ পড়েনি কপালে-শিরায়,
স্বর্গ থেকে অন্য কোনো দেবীও নেমে আসেনি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন