সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

বিস্ময়ে জাগে প্রাণ

হঠাৎ কোনো অলস মুহূর্তে নিজেকে পরিশ্রান্ত লাগলে আত্মজার মুখের দিকে তাকিয়ে থাকি।কাছে না থাকলেও মুখচ্ছবি সামনে মেলে ধরি।এতো আশা কেন যে বুকে বাজে।এতো মায়াই কেন জীবন জুরে ছেয়ে থাকে।ঘুম ভাঙ্কার পর আজ সকালবেলার আলোর মাঝে এইসব বিস্ময়ই খু্ঁজছিলাম -
'.অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে.
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন