সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

কাব্য গা্ঁথা

রাতের পবিত্রতা তোমার সারা শরীরে,
পাপগুলো জানালার ওপাশে দাড়িয়ে থাকে
মনে হয় তোমার শরীর এক কাব্য গা্ঁথা
পৃষঠা উল্টায়ে দেখি এর সকল পাতাগুলি
এক একটি পাতায় যেনো মুক্তার দানা
এক একটি কোষে যেনো মানিক্য হীরা
তাজমহলের দ্যূতি ছড়ায় শিরা উপশিরায়
রাতের পবিত্রতা ভাঙ্গে তোমার উন্মত্ততায়
সব পাপ এসে তৈরী করে ক্লেদ
তখন কাব্য গা্ঁথা হয়ে যায় তোমার শরীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন