বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

প্রথম পুরুষ

নাগাল্যান্ডের পাহাড়ী প্রত্যন্ত এক গ্রামের ঘটনা।ওখানকার গোত্রের নিয়ম অনুযায়ী বিয়ের আগে বর ও কনেকে একদিন একই ঘরে এক সাথে রাখা হয়।যেনো একে অপরে ভাব বিনিময় করে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে।এই অনুষ্ঠানটি খুব উৎসবের সহিত করা হয়। এই রকমই এক অসম্ভব সুন্দর হবু বর কনেকে একই ঘরে রাখা হয়।বাইরে তখন উৎসব চলছে।ঢাক ঢোল গান বাজনা নৃত্য হচ্ছে। দিন শেষে সন্ধ্যায় বর বিষন্ন বদনে ঘর থেকে বের হয়ে আসে।কাছে যেয়ে বরের দিদিমা বরকে জিজ্ঞাসা করে :  কিরে মন খারাপ কেন, পছন্দ হয় নাই ?
বর :  না।
দিদিমা: বলিস কি ! এতো সুন্দরী ছুকড়ি,তাও ভালো লাগলো না !
বর: ও একটা অকর্মা মেয়ে, ওকে বিয়ে করা সম্ভব নয়।
দিদিমা: কেন, কি করেছে ?
বর:  ভার্জিন। আমি ওর প্রথম পুরুষ।
এই কথোপকথন পাশ থেকে শুনে ফেলে বরের ছোট ভাই। সে ওর দিদিমা কে বলে: আমি এই মেয়েকেই বিয়ে করবো।ও বেশ কর্মা হবে, আমি ওর প্রথম পুরুষ নই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন