মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

সুপ্রিয়তমা তুমি এসো

তুমি ফিরিয়েছো ভালোবাসা, ফিরিয়েছো অভিমান
ফিরাওনি হাহাকার, সৈকত জুড়ে কান্নার শব্দ
তখন একাকী চিল মেঘের নিচে ঘুরে বেড়াচ্ছিলো
অতলান্তের দীর্ঘশ্বাস আছরে পড়েছে বালিয়ারীতে।


 অভিমান দিলে আমি চলে যেতাম অন্য কোথাও
এখানের কোলাহল,সমস্ত নিষ্ঠুরতা রেখে যেতাম
এখানে প্রেম নেই, তিতিক্ষা নেই,আছে শুধু ক্ষরণ
ভালো লাগেনা নিঃসঙ্গতা, চলে যেতাম অন্যলোকে।

সুপ্রিয়তমা তুমি ফিরে এসো জীবনের কাছে,
রক্তাক্ত ক্ষত রেখোনা, দগ্ধ করোনা অন্তর
তোমার সুগন্ধি বুক থেকে অভিমান দাও
 ভালোবাসার আলো জ্বেলে আলোকিত করো ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন