বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

আমি চলে গেলে

আমি না থাকলে রোদ্রের আকাশ মেঘ হয়ে যাবেনা
বৃষ্টিতে ভিজবেনা জমিন,খরো মাটি কাদাজল হবেনা
আমি চলে গেলে শা্ঁশা্ঁ করে চলতে থাকবে এ্যাম্বুলেন্স
বিমর্ষ চিৎকারে কে্ঁদে উঠবেনা হাসপাতালের রোগী।

আমি চলে গেলে কালো পতাকাা উড়বেনা অট্টালিকায়
হকাররা বিলি বন্ধ রাখবে না প্রতিদিনের সংবাদপত্র-
সেদিনের পত্রিকায় থাকবে না কোনো শোক সংবাদ।

নাট্যশালায় অর্কেষ্ট্রা দল বাজাবে বা্ঁশি পিয়ানো
সেখানে কোনো করুণ সুর ধ্বনিত হবেনা,
সবাই গাইবে আনন্দের কোনো কোরাস গান।

আমি চলে গেলে সকাল হবে,সূর্য উঠবে,মেঘ হবে
সন্ধ্যা হবে,রাত হবে- চা্ঁদ উঠবে,জোনাক জ্বলবে
রাতের আকাশে তারা জ্বলবে,লুব্ধক অরূন্ধতী থাকবে
আর থাকবে আত্মজা আর প্রিয়তমা স্ত্রীর চোখে জল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন