শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

প্রথম দিন প্রথম রাত

আজ সকালে ঘুম ভাঙ্গার পর নীচের এই কথাগুলো অন্তরের মধ্যে বাজছে।এটি কোনো কবিতা নয়,এটি কেবল নিজের সাথে নিজে কথা বলা,নিজেকে নিয়ে নিজে প্রস্ন রাখা -
প্রথম দিন কবে ছিলো, পথম সেই রাত
কখন থেকে ঠাঁই করে নিয়েছিলে তুমি ?
আগুন জ্বেলে জ্বেলে আসছিলে কবে থেকে-
তোমাকে ছুঁয়েছি কখনো বৃষ্টি স্নাত বিকেলেে
আবার কখনো মধ্য নিশীথের আলো ছায়ায়
শরীর ছুঁয়ে অনুভব করেছি অস্তিত্ব
আদরে আদরে তুমি গলে মোম হয়েছো
ক্লান্ত হওনি কখনো ভালোবাসায়-
আদিগন্ত জ্যোৎস্না কখনোই শেষ হতোনা
কবেই ছিলো সেই প্রথম দিন প্রথম রাত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন