শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

সুইসাডাল নোট

দেখতে ইচ্ছা করছেনা এই পাপ এই বিষাদ                                                                                                        পৃথিবী বিরাণ চরাচরের মতো ধূধূ করছে
কোথাও নেই কোনো বৃক্ষ কোনো ছায়া।

আমার শরীরের ভিতর এ কিসের নিস্তব্ধতা
নীল মেঘের মধ্যে এ কেমন নীল আলো -
বিষন্নতা সব পালাচ্ছে অনন্ত স্বপ্নের দিকে
পৃথিবীর চোখ নস্ট রমণীর মতো চেয়ে আছে।

শেষ আলিঙ্গন কখন কাকে করেছিলাম মনে নেই
আমার প্রেম নেই,বাইরে এতো কেন আধার !
চলে যাবার সময় কোনো মন খারাপ রাখতে নেই।

ঘুমহীন চোখের পাপড়ি কখনো আর ক্লান্ত হবেনা
দেয়ালে টানানো মা'র পোট্টেট পড়ে ভেঙ্গে যায়
কোনো শব্দে কোনো ক্রন্দনধ্বনিতে ঘুম ভাঙ্গেনা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন