সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

শূন্যতার দীর্ঘশ্বাস

সান্ধ্য পরিভ্রমন শেষে ১৩নং লেকের পাড় ধরে একাকী বাসায় ফিরছিলাম । তখন রাত আটটা হবে।স্তব্ধ হয়ে গেছে সব কোলাহল। রাস্তায় শুনশান শূণ্যতা। চলতে চলতে মনে হচ্ছিলো জীবনের এই প্রান্তে কেন এই ক্লান্তি ! পথের পাশে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হচ্ছিলো। পার্কের পাশে লাইটপোস্টের নীচে একলা মনে গেয়ে চলেছে গিটার হাতে এক উদাসী তরুণ। শ্রোতাবিহীন নিরালায় এক শূন্যতার দীর্ঘশ্বাস যেনো ! নিস্তব্ধতা বিদীর্ণ করে একাকী সে বেজে চলেছে।অনেকটা মন খারাপ করেই বাসায় ফিরে আসি।আসতে আসতে ভাবছিলাম - মানুষের সুখভোগ কতোদিনের ? ঐ ছেলের একাকীত্বের সুরের মাঝে এই বোধটি অনুরণিত হচ্ছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন