শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

স্বপ্ন ভেঙ্গে যায়

বাগানে ফুটেছিলো ফুল কাল সন্ধ্যায়
অরণ্যে ঝরেছিলো শিশির সারারাত
বাতাস আকুল হয়েছিলো গন্ধে
দূরাগত তোমার পদধ্বনি শোনা যাচ্ছিলো
বাজছিলো তোমার পায়ের নুপুর সারারাত।

তুমি আসলে দখিনা বাতাস থেমে গেলো
দরজা বন্ধ হয়ে গেলো অকস্মাৎ
কাল সারারাত কোন্ মদিরায় ব্যাকুল হলো।

তোমার লেখা পুরানো চিঠিগুলো জীর্ণ হলো
আবছা হলো সব কালি সব অক্ষর
কাল সারারাত ছিলো সেই সব পুরানো চিঠির।

অভিজ্ঞান চেয়েছিলাম দিলে চুলের কাটা
তোমার নোখের অঙ্গুরীয় খোলা হয়নি
চুলের সুবাস নিয়েছিলাম সারারাত
বুকের সুবাস নিয়েছিলাম সারারাত।

নাহ ! কাল রাতকে আমি থামিয়ে দিতে চাইনি
ভোর হওয়ার আগেই স্বপ্নগুলো ভেঙ্গে গিয়েছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন