শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

প্রেমে এতো দ্বিধা

প্রথম দিন চোখের দিকেই তাকিয়ে ছিলাম
নীচের বাকি সব অক্ষতই থাকে
তারপর একদিন দেখেছিলাম ঠো্ঁট ,
রং কি গোলাপী ছিলো ? নাকি মেহগনী
দেখা হয়নি গ্রীবার ভাজ,অক্ষত থাকে বুক
তোমাকে দেখবোই যখন তখন কেন ভয় !
দ্বিধা কেন স্পর্শের, প্রেমে কেন সংকোচ !
তারপর এক বসন্ত দিনে তুমি ধরলে হাত
পুরুষ চিনে নিলে আলিঙ্গনে
ঝা্ঁঝা্ঁ রোদ্দুরে চঞ্চুতে জল খেলো শালিক
তারপর থেকে অপেক্ষা, তারপর কেবল লজ্জা
প্রেম উন্মোচিত হয়নি আর কোনো নক্ষত্র রাতে্ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন