বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

ঐ মেয়ে আমার কেউ নয়

ঐ মেয়ে আমার কেউ নয়,ওকে আমি দেখেছিলাম ট্রেনে
দিনাজপুর থেকে পঞ্চগড়,মধ্যরাতের পূর্ণিমার স্বপ্নযাত্রায়
ঐ মেয়ে আমার কেউ হবেনা,সা্ঁওতালী রক্ত ওর শরীরে
মুক্তাও কালো হয়,সাপের মতো বেনী গড়িয়ে গেছে পিঠে
রূপা শুভ্র দা্ঁতগুলো ঝলমলিয়ে উঠেছিলো অন্ধকারে।
স্বপ্নভূক যুবক আমি,আমার স্বপ্নে থাকে বাঙ্গালী রমণী
ওর চোখ বাঙ্গালীর মতোই কৃষ্ণ কালো, কুঞ্চিত ভ্রু-যুগল
পাশ থেকে ওদের একজন ওকে ডাক দেয়- কনিকা,
বুকে ওর উপত্যাকার ঢাল,স্বপ্ন জোনাকীরা জ্বলে ওঠে।
আমি জানি কনিকা আমার কিছু হবেনা কোনোদিন
ওতো অন্য কারো অন্য কোনো সা্ঁওতাল যুবকের
কোমল গান্ধার বুক,অনাবৃত মায়াবী নাভি
কনিকার অতলান্তের আহব্বান কোনোটাই আমার নয়
প্রাচীন অনার্য আমি,সে যাত্রায় ওকে ছু্ঁয়েও দেখিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন