বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

একাকী

একাকী ছিলাম,ভালো লাগতো তখন নদীর কূলের নির্জনতা
কৃষ্ণ যেমন বা্ঁশী বাজাতো একাকী,
তেমনি আমার একাকীত্বের সুর ভাসতো নির্মল বাতাসে।

একাকী ছিলাম,ভালো ছিলাম-
মায়াবী চোখে তাকিয়ে দেখতাম দূরের আকাশ
দেখতাম পঞ্চমীর চা্ঁদ,সেও একা
আলোয় ভিজতাম একাকী নদীর কূলের নির্জনতায়,
সেই একাকীত্বের ভালোবাসায় দুঃখ থাকতো না
স্বপ্ন দেখতামনা কোনো আশা জাগানিয়ার।

এই শহর,এই কোলাহল,এই রাজপথ,এই অট্টালিকা
ল্যাম্প পোস্টের নীচে ধূসর এই অন্ধকার- ভালো লাগেনা
ইচ্ছে হয়-দূরে কোথাও একাকী যেয়ে বসে থাকি-
বসে থাকি নির্জনতার সেই যমুনা নদীর তীরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন