রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

সুজাতা সান্যাল

কালিগঙ্গার বা্ঁকে সেদিন সন্ধ্যায় উঠেছিলো চা্ঁদ
তারায় তারায় ভরে গিয়েছিলো হেমন্তের আকাশ-
রাতের জোনাকীর মতো ব্রণে ভরা তার গাল
'ভালোবাসি' এই কথাটি বলেনি সুজাতা সান্যাল।
সন্ধ্যার সন্নাসীকে কেউ ভালোবাসে নাকি
বু্ঁনো হা্ঁসদের কোনো ঘর আছে নাকি ?
আমারও ঘর নেই চুলো নেই, নেই কোনো চাল
এ কথাটি জেনে গিয়েছিলো সুজাতা সান্যাল।
কালিগঙ্গার জলে ভাসিয়েছিলাম সেদিন ডিঙ্গি নাও
ডেকেছিলাম অন্ধকারে,বলেছিলাম,এসো প্রেম দাও
গাল ভরা হাসি দিয়ে বলেছিলো, দেখা করবো কাল
তারপর কোনো কালেও আসেনি সুজাতা সান্যাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন