বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

বাঙ্গালী নয় সে

বাঙ্গালী নয় সে,তারপরও ভালোলাগলো তাকে
চোখও বাঙ্গালী নয়- ছিলোনা ভ্রু কাজল আঁকা
তারপরেও ভালোলাগলো ওর খয়েরী ঠো্ঁট
তিব্বতী মূখ তার চুলের রং ছিলো ঘন বাদামী
চন্দনের মাটি মেখে লাল করতো ব্রণের গাল
বাঙ্গালী নয় সে- ছিলো তিব্বতী-
কথা ছিলো বিজু উৎসবের আগেই সে চলে আসবে।

তারপর একদিন -
গুলিতে ঝাঁঝরা হলো মানবেন্দ্র লারমার বুক
অপর্ণচরণের বুকের রক্তে লাল হলো চেঙ্গীর জল
গুলির শব্দে ত্রস্ত হয়ে কাপ্তাই থেকে উড়ে গেলো পাখী
জুম চাযীরাও কোনো ফসল ফলালোনা সে বার
কতো বিজু চলে গেলো ফিরে এলোনা সেই
 পিঙ্গল চোখের  তিব্বতী মেয়েটি আর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন