মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

গতস্য তারুণ্য

ক্রৌঞ্চ চষ্ণুতে যখন রক্তজবা ফুল ফুটেছিলো
তখন চা্ঁদ শূয়েছিলো বেআব্রু হয়ে আকাশে
তখন ছিলো গ্রহণের সময়
তখন মেঘ ঢেকে রেখেছিলো সকল নগ্নতাকে।
নিভৃত গ্রাম থেকে যে বালক হেটে এসেছিলো শহরে
প্রেমের অংকুর শিকড় গাড়েনি মৃত্তিকায়
সে জানেনা কিভাবে ফুল ফোটে
কিভাবে আকাশ নগ্ন হয়ে জ্যোৎস্না ঢালে মায়াবী জমিনে
বালক তুমি গতস্য তারুণ্য- তুমি শুধু ক্ষরণই দেখেছিলে
আহত হয়েছিলে ঊষা হৈমন্তীদের কাছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন