রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

তখন বসন্ত সময়

পার্ক রোডের ধারে যেখানে ফার্স্টফুডের দোকান,ওখানেই দাড়িয়ে চুইংগাম চিবুচ্ছিলে তুমি।পরনে তোমার জিন্সটাইট থ্রী কোয়াটার ট্রাউজার্স।রংমাখা সোনালী চুল হাওয়ায় উড়ছে।বা্ঁকা চা্ঁদের মতো দাড়ানো ভঙ্গীতে দারুণ লাগছিলো তোমাকে।তখন ধূলি দাহের বসন্ত সময়।লোমশ পুরুষের বুক খু্ঁজছিলো তোমার চোখ।সাপের মতো পেচানো উত্তরীয়তে তোমারও বুক ঢাকা ছিলো ।আগেই কথা ছিলো- দেখা হবে দুৃ'জনের মাধবীলতার বনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন