শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

কাহিনীটি যদি এমন হয়-

একটি মেয়ে খা্ঁচায় একটি পাখী লালন পালন করতো।ভালোও বাসতো তাকে।একাকী সময়ে তার সাথে কথা বলতো।গুনগুন করে তার সাথে গানও গাইতো।মেয়েটির প্রেমিক প্রায়ই এই ব্যাপারটি লক্ষ্য করতো এবং মনে মনে ভাবতো পাখীটি তার প্রতিনায়ক।একদিন ছেলেটি মেয়েটিকে বলে - 'পাখীকে বন্দী করে রাখতে নেই।তুমি ওকে ছেড়ে দাও।ডানা মেলে উড়ে যাক আকাশে।'
মেয়েটি প্রেমিকের কথায় পাখীটিকে খা্ঁচা থেকে ছেড়ে দেয়।পাখী উড়ে চলে যায়। কিন্তু ওর গোত্রীয় অন্যান্য পাখীরা ওকে গ্রহণ করেনা। সব পাখী মিলে ওকে ঠকরিয়ে গুরুতর জখম করে ফেলে।একদিন সকালবেলা মেয়েটি দরজা খুলে দেখতে পায়, পাখীটি রক্তাক্ত অবস্থায় তারই দরজার সামনে মরে পড়ে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন