রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

নদী ও নারী

আমরা যখন ভালোবাসতে লাগলাম
পাহাড় আর মেঘ ঘর্ষণে কেপে উঠলো
তুমি ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছিলে -
তোমার চুল বাতাসে উড়ছিলো
শীৎকারে খামছে ধরলে লতার শেকড়
 তারপর বৃষ্টি নামলো
শুকনো নদী জলে ভরে উঠতে থাকলো।

ক্ষণকাল ছিলোো উপভোগের-
আমরা বুঝে নিলাম দেহের ভাষা কি
নদী ও নারী কি - তাও জানলাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন