বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

সেই স্বাদহীন ঘ্রাণ

আজ সকালে হাটতে যেয়ে বাসার জন্য কিছু কুল বড়োই কিনে নিয়ে আসি।বিক্রেতা লোকটা বলেছিলো- গাজিপুরের বড়োই স্যার,খুব ভালো হবে। বাসায় এসে দুটো মুখে দিতেই দেখি- ঠোঁট বেয়ে কষ নেমে আসছে,কেমন যেনো ফেনা ফেনা ধরণের।বড়োই এমন হয় আগে জানতাম না।যারা কমলালেবু খায় তারা একে কি বলবে ? কৈশোর বেলায় একবার হৈমন্তী আমাকে দুটো কা্ঁচা ডাশা পিয়ারা খেতে দিয়েছিলো,পিয়ারায় কামড় দিতেই এমনই কসের গন্ধ পেয়েছিলাম।,জিহবা ঠো্ঁট কেমন যেনো তর তর হয়ে উঠেছিলো।অনেক বছর পরে হৈমন্তীর পিয়ারা খাওয়ানোর ঘটনাটি মনে পড়লো,সেই শ্লেশ,সেই গন্ধ,সেই স্বাদহীন ঘ্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন