বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

স্টপ ইট

 রূপবতী রমণীর কাছে যাসনে যুবক
 ঐটি আত্মহননের পথ,যাসনে ,স্টপ ইট !
রাতের নীলে নীলকণ্ঠ পাখী হোসনে
পাগলা মেহের আলী হয়ে বলিস না -
'তফাৎ যাও,দুনিয়া সব জুট হ্যায়।'
যুবক, তুই হেমন্তের সুর ছবি আর গান
বসন্তের ঐ ঘূর্ণী হাওয়ার ধূলি লাগাসনে
ওখানে বিষের সাপ,ছোবল তুলে আছে
যাসনে ঐ রমণীর কাছে - স্টপ,স্টপ ইট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন