বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

বিয়ে বার্ষিকী

অনেক বছর আগে আজকের মতো এমনি এক প্রসন্ন বিকেল ছিলো সেদিন।মোঃপুরের এক কাজী সাহেব লক্ষ টাকার দেন মোহরানায় আমাকে তার সমস্ত দায়ভার কা্ঁধে তুলে দিয়েছিলেন।এতো বছর পর আজ মনে হচ্ছে- আমার সমস্ত দায়গুলো কখন কোন্ অলক্ষ্যে সে আমার কাছ থেকে নিয়ে গেছে,আমি জানি নাই।জীবন কখনো পূর্ণতায় ভেসেছে,আবার দুঃখ জড়াও এসেছে । সেই যে দু'জন দু'জনের হাত ধরেছিলাম,এখনো সে হাত ধরে আছি।কবে কখন কার হাতটি আগে নিথর হয়ে যাবে,সেই ভাবনায় দু'জনই বেদনাহত হই। নিঃসঙ্গ সেই একাকী সময়ে এই গানটি কাকে আগে শুনতে হবে ?

তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে...।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন