মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

এসো জল দেই

বাড়িয়ে দাও হাত এসো স্পর্শ করি
যে হাতে আমার ছো্ঁয়া পড়েনি
সে হাতে কোনো অলংকার মানাবেনা।

এসো বুক বাড়িয়ে দাও,আলিঙ্গন করি
যে বুকে জড়াওনি আমার বুক
সে বুক মরু প্রান্তর হয়ে খা্ঁখাঁ করবে।

ঠো্ঁটওতো শুকনো হয়ে আছে,এসো চুম্বন আঁকি
যে ঠো্ঁটে আমার স্বপ্ন ছো্ঁয়া নেই
সে ঠো্ঁটে কি কৃষ্ণচূড়ার আগুন জ্বলবে !

উপত্যাকায় লতাগুল্মে ছেয়ে ফেলোনা
নদীতে জল ভরো ,খরস্রোতা রাখো মোহনা
এসো জল দেই,সাতার কাটো সহস্র বছর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন