রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

মনে নেই

সারারাত যে ছিলো পাশে সকালবেলাা দেখি সে নেই
সাদা হয়ে আছে বিছানা যেনো ধবল আকাশের মেঘ
কাঞ্চনজঙ্ঘা থেকে ভেসে আসছে সকালের রোদ
আমাদের যৌথ শরীর কখন বিচ্ছি্ন্ন হয়েছিলো
কখন ছেদ পড়েছিলো শিশিরের জল পতনের শব্দ
কখন নদীর তরঙ্গ স্রোতে বা্ঁধ ভেঙ্গেছিলো
কখন স্রোতরস গড়িয়ে পড়েছিলো সারা বিছানায়
বিমুগ্ধ সকালবেলায় কোনো কিছুই আর মনে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন