মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

তখন অন্ধকার

কতো অমানিশার আধার সরায়ে,
কতো বন্দুর পথ পার হয়ে
কতো ক্লান্তি ঝরে গেলো পথে-

মাঝে ছিলো পাহাড়,নদী,সাগর
ছিলো বিপন্ন কতো উপত্যাকা
 এক পূর্ণিমার চা্ঁদের আলো জ্বেলে
বসে থাকলাম তোমার জন্য্
তুমি আসলে না।

কোথায় কোন্ জঙ্গলে জ্বেলছিলো কে জোনাকি
তুমি মুগ্ধ হলে সে আলোয়
কাছে টানলে সেই ছেলেকেই,
ক্ষণিক ফুৎকারে নিভে যায় সে আলো।

যখন তুমি ফিরে এলে,
তখন পূর্ণিমার চা্ঁদ ঢেকে গেছে কালো মেঘে
তখন কেবলই অন্ধকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন