বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

মোগল হেরেম কে্ঁপে ওঠে

ঘরের মধ্যে গুমোট অন্ধকার আলো জ্বলেনি আজ
কৃষ্ণপক্ষ শক্লপক্ষ দু'পক্ষেই অন্ধকার
বসে আছি খাটের এই পাশে,ভাবলেশহীন
দিয়াশলাই খু্ঁজি বালিশের নীচে
 জ্বালাই আলো ধরাই সিগারেট মুখে পুরে নেই
ঈষৎ আলোয় দেখি ওপাশে শুয়ে আছে রমণী একজন
সিগারেটের টানে জোনাকীর মতো আলো জ্বলে ওঠে
কন্ঠে তার মুক্তার মালা করছিলো ঝিকমিক
হাতে তার রূপার বাজু পায়ে নুপুরের রিনঝিন
সিগারেট টানছি নির্বিকার,ঐ মেয়েতো ভিখারী নয়
সেতো শুয়েছে পাশেই মসৃন নগ্নতায়
ঘাগরায় ঢেকে আছে ঊরু বক্ষযুগল উন্মোচিত
কোন্ গোপন গহ্বর থেকে দ্যূতি ছড়ায় কোহিনুর
মোগল হেরেম যেনো কে্ঁপে ওঠে
জ্বলে ওঠে ঘর দগ্ধ হয় শয্যা ঝলসে যায় শরীর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন