বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

ও ক্যাকটাস্ ও কুসুম

কুসুমের ক্ষুদে বার্তা 'ও' নেই, ( 'ও' মানে স্বামী,)
যদি আসো সাকীতে দেখতাম ক্যাকটাস্
বললাম- ক্যাকটাসে তো কা্ঁটা আছে-
'ও'বললো- ('ও' মানে কুসুম) তবুও আসো।
শীতের হাওয়ায় কুসুমের ওড়না উড়ছে
ওড়নায় ঢেকে নেই বুক,ক্যাকটাসের কা্ঁটায় বিদ্ধ
ওখানে কেউ নেই,'ও'খানে আমার হাত
তারপর চুমো (চুমো'র শেষে 'ও')
বলদায় বইছে তখন নির্মল বাতাস,আনন্দ সাকীতে-
বিষন্নতার ওড়না নেড়ে 'ও' (কুসুম) চলে যায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন