মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

ব্রাত্য এক রমণী

কি নিবে আমার থেকে ? কি আছে আমার দেহে ?
তাকিয়ে থাকো ভ্রস্টের মতো,নামাও চোখ-
 দেখো শিল্প,অমৃত কারুকাজ
প্রাক সভ্যতার কি সভ্যতা ছিলো আমার কাছে ?
ছিলো অগ্নি,পোড়া মাংসের ঘ্রাণ,শুষ্ক পাণীয়
নখ দিয়ে খামছে দিয়েছো মসৃন চামড়া,
ধ্বস্ত করেছো আমার বুক,পাজরের করোটি
চুল ছিড়েছো বন্য শুকুরের মতো,
আদিম দস্যুরাও সভ্য ছিলো,ভালোবাসতো নদী
চুমু খেতো পাথরে,বুকে টানতো সোনালী লতাপাতা
তুুমি ঐ সভ্যতাও জানোনা,দা্ঁতে কামড়ে দাও গ্রীবা
রক্তাক্ত করো কুসুম ঠো্ঁট,নস্ট করো ভ্রূণ
তুমি মনে করো আমি ব্রাত্য এক রমণী-
দেহ খুবলে রক্ত খেয়ে উন্মত্ত আনন্দ করো যতো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন