বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

ছুঁয়ে আছো

তুমি ছুঁয়ে আছো- মায়া ছুঁয়ে আছে
প্রেমে মহিমা ছুঁয়েছে,
শরীর ছুঁয়ে আছে,রক্ত মাংস বোধ ছুঁয়েছো
বুকের চারপাশে মুক্তা ঝরেছে
ঠোঁট গন্ধক ফল চেয়েছে
শরীর সংযম মেনেছে,
দূর্লভ অন্তপুরের দরজা খুলেছো
চোখে চেয়েছো, সীমারেখা টেনেছো
মায়া করেছো,নাভিতল নদী হয়েছে
মন ছুঁয়েছো,মেধা ছুঁয়েছে
শুক্লপক্ষের জ্যোৎস্না চেয়েছো
রহস্য শরীর বৃত্তে- যা তুমি ভাঙ্গতে এসেছো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন