বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

চুষে নিচ্ছি রক্তবিন্দু

 নি:সঙ্গ নাভি দেখি, নিসর্গ শোভা দেখি, চুপচাপ পুষ্পবৃন্ত দেখি,  তৃণভূমি দেখি ।  দুহাতে ধরেছি অরণ্য, মুঠোয় নিয়েছি এর সুগন্ধ । ছিঁড়ে যাচ্ছে মায়ার টান। উল্টে যাচ্ছে যতিচিহ্ন। ঠোঁটের স্পর্শে জেগেছে প্রেম ,জ্বলছে বহ্নিশিখা। ছিনিয়ে নিচ্ছি তার শেষ আলোটুকু, নিঃশেষ হচ্ছে স্বেদ কনিকা,। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন