সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

তুমি যেনো নদী

তুমি যেনো নদী, জলে ভরে থাকো,
আবার কখনো বাঁকও নাও-
তুমি চাও আমি মাছরাঙ্গা হই
শিকার করি চঞ্চু ডুবিয়ে জলে।
জল শুকে গেলে বালির উপর শুয়ে থাকো,
তখন তুমি বলো- এসো রোদ্র তাপ নাও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন