শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

সেই রথ ঘর

আমি সিরাজগঞ্জের নিভৃত পল্লীর বাগবাটি স্কুলের ছাত্র ছিলাম।আমাদের স্কুলের পাশেই পুরানো একটি রথ ঘর ছিলো।টিফিনের সময় চার আনার বিস্কুট কিনে সাইফুল,আমিনুল,ফটিক ও আমি,ঐ রথ ঘরে বসে খেতাম।সাথে এক সলা সিগারেট টানতাম চারজনে।আজ কতো বৎসর চলে গেছে, সেই স্কুল সহপাঠিদের সাথে দেখা নেই। শুনেছি আমিনুল মারা গেছে।সাইফুল আর ফটিক কোথায় আছে জানা নেই। আজ কয়েকদিন ধরে স্কুলের পাশে পুরানো সেই রথ ঘরটর কথা মনে পড়ছে।আর মনে পড়ছে সেই কিশোর সহপাঠি মুখগুলোর কথা।এ জীবনে কি আর ওদের দেখা পাবো ? দেখতে পাবো কি আর সেই পুরানো রথ ঘরটিও !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন