মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বংশী নদীর জল

সেই কবে থেকে বংশী নদী পাড়ে যেতে মন চায়।ওখানে নাকি সন্ধ্যা আকাশের নীচে নদীর জল ঘুমিয়ে থাকে।আবার কখনো মন চায়- তোমাকে সাথে করে নিয়ে যেতে- তোমাদের বাড়ীর পাশে সেই ছোট্ট জামতৈল স্টেশনে।যেখানে চা'র দোকানে বসে দুপুরে দু'জন গরম চা খেয়েছিলাম।আর এক বিকেলে রেল লাইনের পাশ দিয়ে হাটতে হাটতে চলে গিয়েছিিলাম ছোট্ট ব্রীজটির কাছে- যেখানে দাড়িয়ে দেখেছিলাম,দূরের ধানক্ষেত।যেখানে দখিনা শীতল হাওয়া এসে লেগেছিলো আমাদের গায়ে।
ওমর খৈয়াম পড়ার সময় বার বার মদ আর মদিরার কথা পড়েছি।মদের অর্থ জানি- কিন্তু কোনো মদিরাতে মত্ত হতে চাইনা।একাকী আমার খুব ঘুম পায়।ভয় লাগে ঘুমিয়ে পড়তে।যদি ঘূম না ভাঙ্গে। আমার যে এখনো দেখা হয় নাই বংশী নদীর সেই নিঃস্তব্ধ জল।শোনা হয় নাই জামতৈল স্টেশনে দাড়িয়ে থাকা দ্রুতগামী ট্রেনটির ছেড়ে যাবার শেষ হুইসেলের শব্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন